ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, আহত আরও একটি—চাঞ্চল্য এলাকায়

জলপাইগুড়ি: রেললাইন পার হতে গিয়ে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। জখম আরও একটি। ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণা নিয়েই পরে রইল প্রাণীটি। ভিড়ের দিকে অসহায় দৃষ্টিতে, যেন বাচার কাতর আকুতি।

জলপাইগুড়ির ধূপগুড়িতে মারাত্মক ঘটনা। এদিন সকালে রেল লাইন পার হওয়ার সময় দুটি হাতিকে ট্রেন ধাক্কা মারে। কুয়াশায় ঢেকে ছিল চারিদিক। একটি প্রাপ্তবয়স্ক হাতি ঘটনাস্থলেই মারা যায় এবং অপরটি গুরুতরভাবে আহত হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মৃত হাতির দেহ ছিটকে পড়ে রেললাইনের পাশে।

খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেল বিভাগ ও বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

স্থানীয় বাসিন্দারা এবং পরিবেশপ্রেমীরা প্রশ্ন তুলেছেন, হাতির চলাচলের সময় রেলগতির নিয়ন্ত্রণ এবং সতর্কতা কেন যথেষ্ট ছিল না। তাঁদের দাবি, এই ধরনের দুর্ঘটনা রোধে রেল ও বন দপ্তরের মধ্যে আরও সমন্বয় দরকার। হাতির মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অনেকে, এবং বনাঞ্চল সংলগ্ন রেলপথে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

About The Author