তৃতীয় বিশ্বের দেশ থেকে মাইগ্রেশন স্থায়ীভাবে বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই কর্মীর উপর আফগান নাগরিকের গুলিবর্ষণের ঘটনার পরই বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে মাইগ্রেশন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, যাতে যুক্তরাষ্ট্রের সামাজিক ও প্রশাসনিক কাঠামো “সম্পূর্ণ পুনরুদ্ধার” করতে পারে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়। তদন্তকারীদের কথায়, ওই হামলায় একজন আফগান নাগরিক জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এর ঠিক পরপরই ট্রাম্প এমন ঘোষণা করে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন, প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও অভিবাসন নীতির কারণে মার্কিন জীবনের মান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বাইডেন আমলে অনুমোদিত লক্ষাধিক অবৈধ প্রবেশ বাতিল করা হবে। যারা দেশের সম্পদ নয় বা দেশকে ভালোবাসতে অক্ষম, তাঁদের সরিয়ে দেওয়া হবে। অ-নাগরিকদের জন্য ফেডারেল সুবিধা বন্ধ করা হবে, যারা অভ্যন্তরীণ শান্তি নষ্ট করে তাঁদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসঙ্গত বিদেশিদের বহিষ্কার করা হবে।

এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিবছর লক্ষাধিক মানুষ কাজ, শিক্ষা বা নিপীড়ন থেকে মুক্তি পেতে মাইগ্রেশন করেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত তাঁদের ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

About The Author