নেপালের মানচিত্রে ভারতের ভূখণ্ড! নতুন ১০০ টাকার নোটে সীমানা বিতর্ক

নেপালের নতুন ১০০ টাকার নোটে অন্তর্ভুক্ত ভারতের তিন অঞ্চল! ভারত-নেপাল সীমান্ত নিয়ে পুরনো বিতর্ক আবারও সামনে এল। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির আমলেও উঁকি দিল পুরনো বিতর্ক।

বৃহস্পতিবার নতুন ১০০ রুপির নোট প্রকাশ করেছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। সেই নোটে ছাপা মানচিত্রে ভারতের তিনটি অঞ্চল, কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা, নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে আবারও চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

এই ঘটনা প্রথম নয়। ২০২০ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি একইভাবে নেপালের রাজনৈতিক মানচিত্রে ওই তিন অঞ্চল অন্তর্ভুক্ত করেছিলেন। তখনই ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল এবং একতরফা পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলেছিল। এবারও ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই দাবি ইতিহাস বা প্রমাণ-নির্ভর নয় এবং কূটনৈতিক আলোচনার পথে চলা উচিত।

নেপালের ব্যাঙ্কের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, পুরনো ১০০ রুপির নোটেই এই মানচিত্র ছিল, এবার নতুন নোটে তা পুনরায় ছাপা হয়েছে। তবে অন্য মূল্যমানের নোটে বিতর্কিত মানচিত্র নেই। সীমান্তে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা আবারও সামনে আসায় ভারত-নেপাল সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

About The Author