রাজগঞ্জ: ওষুধ কিনতে বেরিয়েছিলেন, সেই সুযোগে ‘অসুস্থ’ যুবতীকে চা বাগানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করল দুই যুবক! একজনের বয়স মাত্র ২৩, আরেকটির বয়স ৩০। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের মুখেই স্বীকারও করেছে অপকর্মের কথা।
জানা গেল, সন্ধ্যা সাতটা নাগাদ রাজগঞ্জের বেলাকোবা কৃষ্ণচূড়া মোড়ে ওই যুবতীকে আলুথালু অবস্থায় কান্নাকাটি করতে দেখেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। মহিলার বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পেটে ব্যথার কারণে ওষুধ নিতে বের হয়েছিলেন যুবতী। ফাঁকা রাস্তায় সুযোগ নেয় দুই দুষ্কৃতী। তারা মুখে গামছা বেঁধে মহিলাকে পাশের চা-বাগানে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
ঘটনার খবর স্থানীয় সূত্রে পুলিশের কাছে পৌঁছালে আরটি ভ্যান অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মহিলার বয়ান অনুযায়ী রাজগঞ্জ থানায় নির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। ধৃতদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারক।

