নেপালকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল, দেশজুড়ে অভিনন্দনের ঢল।
২০২৫ সালের দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে আবারও ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো টিসি দীপিকার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
নেপাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। জয়ের জন্য ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১২.১ ওভারে সহজেই ম্যাচ জিতে নেয়। খুলা শারির বিধ্বংসী ইনিংস, ২৭ বলে ৪৪ রান; জয়ের ভিত গড়ে দেয়।
এই প্রথমবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের জন্য টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। মোট ৬টি দল অংশ নেয়—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও নেপাল। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানো থেকে শুরু করে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানো, পুরো টুর্নামেন্টেই ভারতের দাপট ছিল চোখে পড়ার মতো।

