মৃত্যুর কিছু আগেও হাসিমুখে দেখা গিয়েছিল তেজসের সেই পাইলটকে

দুবাই এয়ার শো-তে দুর্ঘটনার কিছু আগেই হাসিমুখে দেখা গিয়েছিল তেজসের পাইলট নমংশ স্যালকে, পরে মর্মান্তিক মৃত্যু।

ভারতের তৈরি তেজস যুদ্ধবিমানের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমংশ স্যাল। হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা এই তরুণ পাইলটকে মৃত্যুর কিছু আগেও হাসিমুখে দেখা গিয়েছিল। এয়ার শো চলাকালীন ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, “দুবাই এয়ার শো-তে তেজস বিমানের দুর্ঘটনায় কাংড়ার বীরপুত্র নমংশ স্যালের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। দেশ একজন সাহসী ও কর্তব্যপরায়ণ পাইলটকে হারাল।”

তেজস যুদ্ধবিমান ভারতের গর্ব। ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনার ফ্লাইং ড্র্যাগার্স স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত হয় এই বিমান। একক ইঞ্জিনের এই মাল্টিরোল ফাইটার জেট সর্বাধিক ৪,০০০ কেজি অস্ত্র বহন করতে পারে। কিন্তু দুবাইয়ের প্রদর্শনীতে সেই গর্বই শেষে গিয়ে পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়।

About The Author