‘এক এক করে বের করব’, অনুপ্রবেশকারীদের ফের হুঁশিয়ারি অমিত শাহের মুখে

অনুপ্রবেশকারীদের ‘এক এক করে বের করব’, শাহের মুখে ফের হুঁশিয়ারি! উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অনুপ্রবেশকারীদের ভিড়ের আবহে ফের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার তিনি বলেন, “অনুপ্রবেশ রোখা শুধু দেশের সুরক্ষা নয়, দুর্নীতি মুক্ত গণতন্ত্রের জন্যও জরুরি। দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হঠাওয়ের বিরোধিতা করছে। কিছু দল ভোটার তালিকা শুদ্ধিকরণে SIR-এরও বিরোধিতা করছে। আমরা কিন্তু চিহ্নিত করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে এক এক করে দেশ থেকে বের করব।”

স্বরূপনগরে সীমান্ত চেকপোস্টে ভিড় জমেছে। কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন, কেউ আবার যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে এসেছিলেন। SIR শুরু হওয়ার পর তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে ফের বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন।

এদিন বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে হাকিমপুরে উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে সীমান্ত এলাকায় অশান্তি ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপি দাবি করছে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About The Author