দুবাই এয়ার শো-তে প্রদর্শনী চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি এই বিমানটি হঠাৎই ভেঙে পড়ে। দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
তেজস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন এই দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি—দুই ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম। এর আধুনিক সংস্করণ তেজস মার্ক-১এ নাসিকের HAL কারখানায় তৈরি হচ্ছে।
গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়ল তেজস। এর আগে রাজস্থানের জয়সলমেরের কাছে একটি তেজস ভেঙে পড়েছিল, তবে তখন পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। কিন্তু দুবাইয়ের ঘটনায় প্রাণ হারালেন পাইলট।
এই দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক প্রদর্শনীতে এমন দুর্ঘটনা ভারতের প্রতিরক্ষা শিল্পের ভাবমূর্তিতে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

