কলকাতা: শুক্রবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ আচমকা কেঁপে উঠল গোটা পশ্চিমবঙ্গ। কলকাতা থেকে কোচবিহার, কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র ভূমিকম্প অনুভূত হয়েছে।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। তবে ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, মাত্রা ছিল ৫.৭।
ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎসস্থল অগভীর হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও মৃদু কম্পন টের পাওয়া গেছে।
সকালবেলায় ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা যায়। দেওয়ালে টাঙানো ছবি নড়তে শুরু করে। আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। তবে এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মাস দুয়েক আগে অসমে ভূমিকম্পে উত্তরবঙ্গ কেঁপে উঠেছিল, কিন্তু এবার বাংলাদেশে উৎসস্থল হওয়ায় দক্ষিণবঙ্গেও তার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

