কর্তব্যে অবিচল থেকে শেষে মৃত্যু! মানবতার নজির গড়েও জীবন যুদ্ধে হেরে গেলেন ওডিশার এক বাস চালক। বৃহস্পতিবার কোরাপুট-সুনাবেদা রুটে ওডিশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (OSRTC) একটি বাস চালাচ্ছিলেন পি সাই কৃষ্ণ (৪৪)।
হঠাৎই তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। যাত্রীরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের মাঝেও কৃষ্ণ দ্রুততা ও বুদ্ধিমত্তার সঙ্গে বাসটিকে রাস্তার একপাশে নিরাপদে থামিয়ে দেন।
বাসে থাকা ৩০ জনেরও বেশি যাত্রী এভাবে প্রাণে বাঁচেন। কিন্তু চালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কৃষ্ণ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগারাম ডিপোতে কর্মরত ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও দুই পুত্র রয়েছেন।
ঘটনার পর বাসের সহ-চালক দায়িত্ব নিয়ে সমস্ত যাত্রীকে নিরাপদে তাঁদের গন্তব্য মালকানগিরিতে পৌঁছে দেন। চালকের এই আত্মত্যাগকে স্মরণীয় সাহসিকতা হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।

