ভারত হাতে সুখোই-৫৭ প্রযুক্তি তুলে দেবে রাশিয়া! পুতিনের সফরের আগে বড় ঘোষণা

সব ঠিক থাকলে আসছে ডিসেম্বরেই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে দিল্লিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রস্তাব দিয়েছে মস্কো।

জানা গেল, পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ যুদ্ধবিমানের জন্য রাশিয়া তাদের নিজস্ব প্রযুক্তি অবাধে ব্যবহারের ছাড়পত্র দিতে প্রস্তুত। এই ব্যাপারে রাশিয়ার সরকারি প্রতিরক্ষা সংস্থা Rostec-এর সিইও সের্গেই চেমেজভ জানিয়েছেন, এই প্রস্তাবের মূল লক্ষ্য ভারতকে সুখোই-৫৭ সরবরাহ করা।

পরবর্তী ধাপে ভারতে এই যুদ্ধবিমানের উৎপাদন স্থানান্তর করার পরিকল্পনাও রয়েছে। এর ফলে ভারত শুধু রুশ যুদ্ধবিমান ব্যবহারই নয়, ভবিষ্যতে নিজস্ব যুদ্ধবিমান তৈরির ক্ষমতাও অর্জন করতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি হস্তান্তর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পশ্চিমি দেশগুলি সাধারণত এমন প্রযুক্তি ভাগ করে নিতে চায় না, ফলে রাশিয়ার এই প্রস্তাব অভূতপূর্ব।

রিপোর্টে আরও দাবি, রাশিয়া ভবিষ্যতে একক ইঞ্জিনের স্টিল্থ যুদ্ধবিমান সুখোই-৭৫-ও ভারতকে দিতে পারে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতই।

About The Author