‘SIR আতঙ্কে ২৮ জনের মৃত্যু!’—কমিশনের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: ভোটার তালিকার বিশেষ অন্তর্ভুক্তি সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে ফের তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, মাল, জলপাইগুড়িতে এক আদিবাসী মহিলা BLO শান্তি মুনি এক্কা আত্মহত্যা করেছেন। তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।

মুখ্যমন্ত্রীর দাবি, SIR চালুর পর থেকে এ পর্যন্ত ২৮ জন BLO-র মৃত্যু হয়েছে। কেউ আতঙ্কে, কেউ অনিশ্চয়তায়, কেউ অতিরিক্ত চাপের জেরে আত্মহত্যা করেছেন। তিনি লেখেন, “এত মূল্যবান প্রাণ হারাচ্ছি আমরা, কারণ তথাকথিত নির্বাচন কমিশন একটি অমানবিক, অপরিকল্পিত কর্মসূচি চাপিয়ে দিয়েছে।”

মমতা আরও বলেন, আগে যে প্রক্রিয়া তিন বছরে সম্পন্ন হতো, তা এখন মাত্র দুই মাসে শেষ করতে বলা হচ্ছে। তাঁর অভিযোগ, “নির্বাচনের আগে রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে BLO-দের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে।” তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন, “বিবেক দিয়ে কাজ করুন, এই অপরিকল্পিত পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন, না হলে আরও প্রাণহানি ঘটবে।”

About The Author