বিহার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে বুধবার বিহার বিধানসভায় এনডিএ জোটের নেতা হিসেবে ঘোষণা করা হলো জনতা দল (ইউনাইটেড)-এর নেতা নীতীশ কুমারের নাম। এর ফলে ২০ নভেম্বর, বৃহস্পতিবার তিনি দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন।
বুধবার সন্ধ্যায় নীতীশ কুমার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এর আগে তাঁর বাসভবনে দলের বিধায়কদের নিয়ে বৈঠক হয়, যেখানে তাঁকে জেডিইউ-র নেতা হিসেবে বেছে নেওয়া হয়। পরে বিজয় চৌধুরী ও সঞ্জয় ঝাকে সঙ্গে নিয়ে এনডিএ-র বৈঠকে যোগ দেন তিনি। বিহার বিধানসভার সেন্ট্রাল হলে অনুষ্ঠিত বৈঠকে তাঁকে সর্বসম্মতভাবে এনডিএ-র নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
এবারের নির্বাচনে এনডিএ জোট বিপুল জয় পেয়েছে। ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন দখল করেছে তারা। বিজেপি পেয়েছে ৮৯টি, জেডিইউ ৮৫টি, এলজেপি (রামবিলাস) ১৯টি, HAM ৫টি এবং RLM ৪টি আসন। ফলে সরকার গঠনে কোনও বাধা নেই। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

