কলকাতা: শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। বুধবার হেয়ার স্ট্রিট থানায় জমা দেওয়া অভিযোগপত্রে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে সিভি আনন্দ বোসের নাম, ঠিকানা ও বাবার নাম থাকলেও পদ উল্লেখ করা হয়নি।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজভবনের ভিতরে বোমা ও বন্দুক মজুত রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল রাজভবনে বম্ব স্কোয়াড ডেকে তল্লাশি চালান। তবে কোনও অস্ত্র পাওয়া যায়নি। এরপর রাজভবনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়, যেখানে তাঁকে সশস্ত্র বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়।
এর পাল্টা হিসেবে এবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কল্যাণ। তিনি সাংবাদিকদের সামনে বলেন, “গত তিন বছর ধরে রাজ্যে বিভিন্ন অপকর্ম করে চলেছেন সিভি আনন্দ বোস। উনি এজেন্ডা নিয়ে নিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষকে লেলিয়ে দেওয়ার।” অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যপাল সঠিক কাজ করেছেন এবং সব FIR নিয়ে সিট গঠন করে তদন্ত হওয়া উচিত।

