উমরাহ শেষে ফিরছিলেন, বাস দুর্ঘটনায় ৯ শিশুসহ একই পরিবারের ১৮ জনের মৃত্যু!

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনা — একই পরিবারের ১৮ জনের মৃত্যু, নিহতদের মধ্যে ৯ শিশু

সৌদি আরবের মদিনার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন হায়দরাবাদের একই পরিবারের ১৮ জন সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন শিশু। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হায়দরাবাদের রামনগরে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭০ বছরের নাসিরুদ্দিন তাঁর স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে উমরাহ করতে সৌদি আরব গিয়েছিলেন। শনিবার দেশে ফেরার কথা থাকলেও তার আগেই মদিনার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মৃত্যু হয়। রাত দেড়টা নাগাদ বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং মুহূর্তে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থাতেই যাত্রীরা প্রাণ হারান।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তেলঙ্গানা সরকার রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মৃতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হায়দরাবাদের ওই পরিবার কার্যত সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

About The Author