রাজগঞ্জ: ‘SIR আতঙ্কে’ মৃত রাজগঞ্জের বাসিন্দা ভুবনচন্দ্রের বাড়িতে এলেন তৃণমূলের রাজ্যনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এর জন্য বিজেপিই দায়ী। ঋতব্রতকে মূর্খ বলে পাল্টা খোঁচা বিজেপির।
তিন দিন আগে রাজগঞ্জের আমবাড়ির বাসিন্দা ভুবনচন্দ্র রায়, SIR-এ তাদের এক আত্মীয়ার নাম নেই শুনে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ। সেই ঘটনায় সোমবার মৃতের বাড়িতে হাজির হন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এর জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। ঋতব্রতের বক্তব্য, SIR তড়িঘড়ি করে কার্যকর করা হয়েছে, কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। বিভিন্ন জায়গায় অনেকেই আত্মহত্যা করছেন, BLO-রাও আতঙ্কিত। বিজেপির উদ্দেশ্যই তাই, জেনুইন ভোটার বাদ দেওয়া।
এদিকে, সেই ঘটনায় তৃণমূলকে পাল্টা দায়ী করেন রাজগঞ্জের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা নিতাই মন্ডল। তিনি বলেন, ওই এলাকার BLO নিজেই একজন তৃণমূল নেতা। একসময় তিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। তার দোষেই ওই মহিলার নাম বাদ পড়েছে। তাই স্বভাবতই এই মৃত্যুর জন্য তৃণমূল দায়ী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না জেনে কথা বলছেন, সেই কারণে তাকে ‘মূর্খ’ বলেও কটাক্ষ করেন তিনি। নিতাই মণ্ডলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, উনি দলের বুথ সভাপতি কি না সেটা খোঁজ নিয়ে দেখব।

