ফাঁসির সাজা শুনে শেখ হাসিনার দাবি, ‘এই রায় পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

ঢাকার ট্রাইব্যুনালের ফাঁসির সাজা ঘোষণার পর শেখ হাসিনা দাবি করলেন, রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগ অস্বীকার করলেন তিনি।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেছে।

রায় ঘোষণার পরপরই দেশান্তরী হাসিনা লিখিত বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্টভাবে জানান, তাঁর বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনও প্রমাণ নেই। বরং তাঁর আমলে মানবাধিকার রক্ষা ও উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি করেন তিনি।

হাসিনা রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে, একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। মৃত্যুদণ্ডের রায়কে তিনি প্রত্যাখ্যান করে বলেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের চরমপন্থী ব্যক্তিদের “নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন”। তাঁর দাবি, তাঁকে অপসারণ করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্যই এই রায় দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীরা এই রায়কে স্বাগত জানালেও আওয়ামী লীগ শিবিরে ক্ষোভ ও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে।

About The Author