ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে শেখ হাসিনা-সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলার রায়দান প্রক্রিয়া। জানা গিয়েছে, মোট ৪৫৩ পাতার রায় ছয়টি অধ্যায়ে সংক্ষেপে পড়া হচ্ছে। বিচারপতিরা জানিয়েছেন, পুরো রায় পড়তে প্রায় এক ঘণ্টা সময় লাগতে পারে।
ঘণ্টা খানেক বাদে রায় ঘোষণা হতে পারে বলে অনুমান করা হলেও বেলা দুটোর আপডেট অনুযায়ী দোষী সাব্যস্ত হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এই মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। রায় ঘোষণার আগে থেকেই বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছে। ঢাকার বিশ্ববিদ্যালয় চত্বরে রায়দানের সরাসরি সম্প্রচার দেখতে ভিড় জমেছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে রাজধানীসহ বিভিন্ন জেলায়।
বেলা ১২টা থেকে রায় পড়া শুরু হওয়ার পর আদালতে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকরা জানিয়েছেন, প্রথম অধ্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগের উল্লেখ রয়েছে। পরবর্তী অধ্যায়গুলিতে অন্যান্য অভিযোগের বিশদ ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

