শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য ও ফরেন্সিক বিভাগের কর্মকর্তা।
জানা গেছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানায় রাখা হয়েছিল। ফরেন্সিক দল সেটি পরীক্ষা করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় থানার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল ও শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে।
তদন্তে জানা গেছে, সম্প্রতি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনায় নওগাম থানার পুলিশ একটি চক্র উদ্ঘাটন করে। সেই সূত্রে কয়েকজন চিকিৎসক-সহ উচ্চশিক্ষিত ব্যক্তির জড়িত থাকার তথ্য পাওয়া যায় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
বাজেয়াপ্ত রাসায়নিকের ভুল সংরক্ষণ ও হ্যান্ডলিংই এই ভয়াবহ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

