‘পশ্চিমবঙ্গ জয়ের রাস্তা দেখিয়েছে বিহার’, বিহার জয়ের পর আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রীর বার্তা, নিশানায় তৃণমূল

‘বাংলাতেও জঙ্গলরাজ উৎখাত হবে, তৃণমূলকে সরাতে প্রস্তুত বিজেপি’, বিহারে এনডিএর বিপুল জয়ের পর বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়কে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে সরাসরি নিশানা করেছেন। রাজধানী দিল্লিতে বিজয়োৎসবের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ জয়ের রাস্তা দেখিয়েছে বিহার।’ তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, বিহারের ফলাফলকে সামনে রেখে বিজেপি এখন বাংলার নির্বাচনী ময়দান গরম করতে চাইছে। তিনি দাবি করেন, বিহারের মতো বাংলাতেও মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন। এনডিএর জয়কে তিনি বাংলার সম্ভাব্য জয়ের রূপরেখা হিসেবে দেখছেন।

তৃণমূল কংগ্রেস অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের একাংশ বলছে, বিহারের ফল বাংলার রাজনীতিতে প্রভাব ফেলবে না। অন্যদিকে বিজেপি শিবিরে মোদীর এই বার্তাকে ভবিষ্যৎ রণকৌশলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য কেবল নির্বাচনী বার্তা নয়, বরং বাংলার ভোটারদের উদ্দেশে চাপ সৃষ্টি করার কৌশল। আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

About The Author