বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর প্রাথমিক এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সরাসরি বাংলাকে নিশানা করলেন। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, “বিহারে এনডিএ জিতছে। এবার বাংলার পালা।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
গিরিরাজ সিংয়ের বক্তব্যে স্পষ্ট, বিহারের ফলাফলকে সামনে রেখে বিজেপি এখন পশ্চিমবঙ্গকে লক্ষ্য করছে। তিনি দাবি করেন, বিহারের মতো বাংলাতেও মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন। তাঁর কথায়, “বিহারের মানুষ এনডিএকে আশীর্বাদ দিয়েছেন। বাংলার মানুষও তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবেন।”
তৃণমূল অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের একাংশ বলছে, বিহারের ফলাফল বাংলার রাজনীতিতে প্রভাব ফেলবে না। তবে বিজেপি শিবিরে গিরিরাজের এই হুঙ্কারকে ভবিষ্যৎ রণকৌশলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বিহারের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু এনডিএর প্রাথমিক এগিয়ে থাকার আবহেই কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য বাংলার রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

