কলকাতা: তৃণমূল নেতা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্টএকই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর পদ বহাল রাখার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটিও আদালত বাতিল করেছে।
মুকুল রায় ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। পরে তিনি তৃণমূলে যোগ দেন, কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফলে খাতায়কলমে তিনি বিজেপি বিধায়ক হিসেবেই থেকে যান। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইনে মামলা করেন।
প্রথমে সুপ্রিম কোর্টে মামলা হলেও শীর্ষ আদালত জানায়, বিষয়টি কলকাতা হাই কোর্টে শুনতে হবে। এরপর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বেঞ্চে মামলার শুনানি হয়। বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে মুকুলের বিধায়ক পদ খারিজ করে দেয়।
এই রায়কে শুভেন্দু অধিকারী ‘সংবিধানের জয়’ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, “দেরিতে হলেও সত্যের জয় হল। এই রায়ের মাধ্যমে আদালত সংবিধানের পবিত্রতা রক্ষা করল।”
মুকুল রায় দীর্ঘদিন অসুস্থ এবং সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন। তবে তাঁর বিধায়ক পদ খারিজ হওয়ায় তৃণমূল কিছুটা ধাক্কা খেল বলে রাজনৈতিক মহলের মত। কৃষ্ণনগর উত্তর আসন খালি হয়ে গেলেও নতুন করে উপনির্বাচন হবে না, কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আসন্ন।

