কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মানিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাপানের ওকায়ামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে সাম্মানিক ডি.লিট. প্রদান করা হয়েছে। বুধবার কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসে তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় (২০১৮) এবং সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (২০২৩) সাম্মানিক ডি.লিট. প্রদান করেছিল। এছাড়া ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি তাঁকে সাম্মানিক ডক্টরেট দেয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজেও তিনি বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছিলেন।
এই সম্মান প্রদানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে আরও একবার স্বীকৃতি পেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, রাজ্যের বিশিষ্টজনেরা এবং প্রশাসনিক কর্তারা।

