কলকাতা: জেল থেকে মুক্তি পেয়ে বেহালা পশ্চিমের বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডেড নেতা পার্থ চট্টোপাধ্যায় ফের আলোচনায়। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন উঠতেই তিনি প্রকাশ্যে বলেন, “কারও তো দুটো করে বউ থাকে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?”
অর্পিতার সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। এদিন তিনি সরাসরি স্বীকার করেন, অর্পিতা তাঁর বান্ধবী। তবে সংবাদমাধ্যমে বিষয়টিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পার্থের কথায়, “আমার স্ত্রী প্রয়াত। তার পরে কোনও মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান, সে ক্ষেত্রে কি কারও আপত্তি থাকতে পারে? অর্পিতা শুধু আমার বান্ধবী নয়, তিনি একজন অভিনেত্রীও।”
অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের প্রসঙ্গে পার্থ বলেন, তাঁর বাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি। তাই সেই প্রশ্নের উত্তর অর্পিতাকেই দিতে হবে। দুর্নীতির অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “কোনও দুর্নীতি হয়নি। বেনিয়ম হতে পারে, কাজে ত্রুটি হতে পারে। কিন্তু দুর্নীতি নয়।”
এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করছে, অন্যদিকে পার্থ নিজেকে জনতার বিচারের কাছে সোপর্দ করতে চাইছেন।

