দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ১২। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে আরও তিনজন আহত চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। বিস্ফোরণের সময় একটি ধীরগতির গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল, হঠাৎই তাতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
ঘটনার পরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয় এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি পুলিশ ইতিমধ্যেই Unlawful Activities (Prevention) Act এবং Explosives Act-এর অধীনে মামলা দায়ের করেছে। একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। রাজধানীজুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনালে কড়া নজরদারি শুরু হয়েছে।
তদন্তে সহায়তার জন্য এনআইএ ও এনএসজি-র বিশেষ দলও ঘটনাস্থলে পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গাড়িটির মালিকানা ও গতিপথের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করা হয়েছে।

