জলপাইগুড়ি: অপহরণ–খুনে অভিযুক্ত বিডিওকে সরানোর দাবি, জলপাইগুড়ি সফরে এসে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণকে এখনও ক্লোজ না করার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
রবিবার ফালাকাটা যাওয়ার আগে বিজেপি রাজ্য কমিটির সদস্য বাপী গোস্বামীর বাড়িতে মধ্যাহ্ন ভোজের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভোটের আগে এই বিডিওকে সরানো জরুরি। সুকান্ত আরও জানান, প্রশান্ত বর্মণের বিরুদ্ধে সোনা পাচার চক্র বা মাদক ব্যবসায় যোগ থাকার অভিযোগও খতিয়ে দেখা উচিত। তাঁর মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

