SIR আতঙ্কে পালানোর চেষ্টা! সীমান্তে আটক ‘বাংলাদেশী’রা

উত্তরবঙ্গ ব্যুরো: ভারত–বাংলাদেশ সীমান্তে পরপর বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে। মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করে।

ধৃতদের নাম তাজেল হোসেন (২২) ও মোহাম্মদ মোমিন (২৯), বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে। রবিবার তাঁদের মালদা জেলা আদালতে তোলা হয়। অন্যদিকে, কোচবিহারের সাহেবগঞ্জ থানায় বিএসএফ পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেয়, যাদের মধ্যে তিনজন বাংলাদেশী। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, আইডি কার্ড, পাসপোর্ট ও ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরপর গ্রেপ্তারি ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

About The Author