ফের রাজগঞ্জ! এবার মামার ‘লালসার শিকার’ নাবালিকা ভাগ্নি! গ্রেপ্তা‌র মামা-মামি

রাজগঞ্জ: মামার হাতে ‘যৌন নির্যাতনের শিকার’ ১৪ বছরের এক নাবালিকা! ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। অন্যায় কাজে জড়িত থাকার অভিযোগে ওই কিশোরীর মামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ফের চাঞ্চল্যকর ঘটনা।

পরিবার সুত্রে জানা গেল, মামার বাড়িতে বেড়াতে এসে লালসার শিকার হয়েছে ১৪ বছরের ওই নাবালিকা। অভিযুক্ত সম্পর্কে মেয়েটির মামা। ক’দিন আগে কলকাতা থেকে দার্জিলিং বেড়াতে এসেছিল কিশোরী এবং তার বাবা-মা। ফেরার পথে রাজগঞ্জে মামার বাড়ি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। সেইমত গত বুধবার তারা রাজগঞ্জে মামার বাড়িতে এসে ওঠে। শনিবার সকালে ফেরার কথা থাকলেও, শুক্রবার রাতে ঘটে যায় ভয়াবহ ঘটনা।

পরিবারের অভিযোগ, রাতে মেয়েটির মামা সুযোগ বুঝে কিশোরীকে ঘরে ডেকে নিয়ে যায়। তাতে সহযোগিতা করে মামি। এমনকি অভিযুক্তের ছোট্ট মেয়েকে দিয়ে কিশোরীর কাছে ডাক পাঠায় বলে অভিযোগ। পরদিন সকালে অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে তার বাবা মা। এরপর তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সে বাবা-মাকে ঘটনার কথা জানায়।

এরপর পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামা ও মামিকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিচারক একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সোমবার পকসো আদালতে তোলা হবে। ঘটনায় রাজগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Disclaimer: In accordance with the Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012, the identity of the minor victim—including name, address, or any details that may reveal her identity—has not been disclosed. The names of the accused relatives are also withheld to protect the dignity and privacy of the minor.

About The Author