সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের অভিযানে গ্রেফতার দুই, এক জন বিডিও-র গাড়িচালক বলে জানা গেছে।
কলকাতা: সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে রাজগঞ্জের BDO-র গাড়ির চালক-সহ দুজনকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্যতম রাজু ঢালি, যিনি রাজগঞ্জের বিডিও-র গাড়িচালক হিসেবে পরিচিত। অন্য অভিযুক্ত তুফান থাপা, প্রশান্ত বর্মন-ঘনিষ্ঠ বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে যে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অবশেষে দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এই গ্রেপ্তারি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং মূল পরিকল্পনাকারী কে? তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে।
এই হত্যাকাণ্ডে স্বর্ণ ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যবসায়ীদের মধ্যে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং দোষীদের আইনের মুখোমুখি করা হবে।

