নয়াদিল্লি: পথকুকুরদের নিয়ন্ত্রণে এবার কঠোর পদক্ষেপের পথে সুপ্রিম কোর্ট। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্কুল, হাসপাতাল, রেলস্টেশন ও খেলার মাঠের মতো গুরুত্বপূর্ণ জনপরিসর থেকে পথকুকুরদের সরিয়ে নেওয়া হয়। এই নির্দেশ কার্যকর করতে রাজ্যগুলিকে ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “এক জায়গায় যেন আর ছাড়া না হয়।” অর্থাৎ, কুকুরদের পুনর্বাসনের ক্ষেত্রে যেন একই স্থানে ফেরত না পাঠানো হয়। আদালত জানিয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, রোগী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আদালত স্পষ্ট করেছে, পশুদের প্রতি নিষ্ঠুরতা করা যাবে না। পুনর্বাসনের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। পশুপ্রেমী সংগঠনগুলির একাংশ এই নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের মতে, পুনর্বাসনের পরিকাঠামো না থাকলে এই নির্দেশ বাস্তবায়ন কঠিন হবে।
রাজ্য প্রশাসনগুলিকে দ্রুত পরিকল্পনা তৈরি করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, স্থানীয় প্রশাসন, পুরসভা ও পশু কল্যাণ সংস্থাগুলিকে সমন্বয় করে কাজ করতে হবে। জনস্বার্থ বনাম পশু অধিকার— এই দ্বন্দ্বের মাঝেই সুপ্রিম কোর্টের নির্দেশ নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

