স্কুলের প্রেয়ার লাইনে ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়া বাধ্যতামূলকঃ মধ্যশিক্ষা পর্ষদ

স্কুল শুরুর আগে ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়া বাধ্যতামূলক করল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকা ঘিরে উঠছে জাতীয় সঙ্গীত ও নিয়ম নিয়ে প্রশ্ন।

কলকাতা: পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এবার থেকে প্রতিদিন প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়া বাধ্যতামূলক করা হল। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন স্কুলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি কিছু নিজস্ব প্রার্থনা সঙ্গীত গাওয়া হত। এবার সেই তালিকায় রাজ্য সঙ্গীতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

এই নির্দেশিকা ঘিরে শিক্ষামহলে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকেই জানতে চাইছেন, জাতীয় সঙ্গীত কি তবে বাদ যাবে? নাকি দু’টি সঙ্গীতই গাওয়া হবে? যদি হয়, কোনটি আগে গাওয়া হবে? যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, তাঁদের স্কুলে ছয় দিনের ছয়টি আলাদা প্রার্থনা সঙ্গীত রয়েছে। এখন আলোচনার বিষয়, সেগুলি থাকবে নাকি নতুন নির্দেশিকা অনুযায়ী পরিবর্তন হবে।

অন্যদিকে, নারায়ণ দাস বাঙ্গুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া মনে করেন, শিক্ষাবর্ষের শুরুতে এই নিয়ম চালু হলে প্রস্তুতির সময় পাওয়া যেত। পরীক্ষার মরশুমে নতুন গান মুখস্থ করানো কঠিন।

২০২৩ সালে বিধানসভায় পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এরপর থেকেই সরকারি অনুষ্ঠানে গানটি গাওয়া শুরু হয়। এবার তা স্কুলেও বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে। তবে শিক্ষক সংগঠনগুলির একাংশ মনে করছেন, শিক্ষার মানোন্নয়নের মূল কাজ না করে প্রতীকী পদক্ষেপে গুরুত্ব দেওয়া হচ্ছে।

About The Author