‘দিল্লিওয়ালা নেতারা বাংলার মন বোঝেন না’— BJP’র ভূমিকা নিয়ে ক্ষোভ অভিজিৎ গাঙ্গুলির

‘মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার অবস্থায় ধারে কাছেও যেতে পারেনি বঙ্গ বিজেপি’, ‘অবাঙ্গালি নেতাদের এনে ভোটে জেতা যায় না’ 

কলকাতা: বিজেপির বিরুদ্ধে সরব হলেন তমলুকের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে, বাংলার আবেগ ও রাজনৈতিক বাস্তবতা বিজেপি বুঝতে পারছে না। উত্তর ভারতের হিন্দি বলয়ের নেতাদের দিয়ে পশ্চিমবঙ্গে ভোট করানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অভিজিৎ দাবি করেন, তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে। কিন্তু সেই লক্ষ্য পূরণ না হওয়ায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, পশ্চিমবঙ্গের মতো ‘শাসনহীন’ রাজ্যে ৩৫৫ ধারা জারি না হওয়াটা বড় প্রশ্ন। নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি, বিশেষ করে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার প্রসঙ্গে।

তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে, বড় নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সিবিআই বা ইডি যথাযথ পদক্ষেপ করছে না। এমনকি কিছু আধিকারিক বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, “বিজেপি সরাতে চায় কি চায় না— এটা অনেক গভীর প্রশ্ন। সেই প্রশ্নে আজ যাব না।” তাঁর এই মন্তব্যে বঙ্গ বিজেপি শিবিরে অস্বস্তি দেখা দিয়েছে।

About The Author