সামাজিক বাধা পেরিয়ে মন্দিরেই বিয়ে করলেন সুন্দরবনের দুই তন্বী

ভালবাসার জয়! সুন্দরবনের দুই যুবতীর সাহসী বিবাহ দেখল সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম। মঙ্গলবার ঘটল এক অনন্য অভিনব ঘটনা—ভালবাসার জয়গান গাইল দুই যুবতী, রিয়া সর্দার ও রাখী নস্কর। সামাজিক কটাক্ষ, বাধা, এবং পারিবারিক অস্বীকৃতিকে তোয়াক্কা না করে সাত পাকে বাঁধা পড়ল দুই যুবতী।

মন্দিরবাজার থানা এলাকার রিয়া ও কুলতলি ব্লকের রাখী—দু’জনেই পেশায় নৃত্যশিল্পী। ফোনে পরিচয়, বন্ধুত্ব, প্রেম—সবকিছুর পর তাঁরা সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার। রিয়ার পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিলেও রাখীর পরিবার তা স্বীকার করেনি। তবু তাঁরা থেমে থাকেননি।

স্থানীয় ক্লাবের সহায়তায় শান্তি সঙ্ঘ মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। মালাবদল, সিঁদুরদান, শাঁখা-পলা—সব রীতিই পালন করেন। রাখী বলেন, “অনেকে বলেছিল মেয়েতে মেয়েতে আবার সম্পর্ক কী! কিন্তু আমরা ঠিক করেছি, সারাজীবন একসঙ্গে থাকব।”

রিয়ার কথায়, “আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি। ভালবাসাটাই তো বড় কথা।” এই বিবাহ শুধু তাঁদের ব্যক্তিগত সাহসের নিদর্শন নয়, বরং সমাজে ভালবাসার অধিকারের এক দৃঢ় বার্তা।

About The Author