Mithun Chakraborty: ‘BJP এলে মেয়েরা রাতে ১২টা, ১টা যখন খুশি বাড়ি যাবে, আনন্দ করবে’

মালদা: মহিলাদের রাতের স্বাধীনতা নিয়ে মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি এলে নাইট শো দেখার স্বাধীনতা থাকবে, গুন্ডারা যাবে জেলে—এমনই বার্তা তাঁর।

মালদার এক দলীয় সভায় তিনি বলেন, “বিজেপি এলে মেয়েরা রাতে যখন খুশি বাড়ি যাবে, আনন্দ করবে, নাইট শো দেখবে। আর গুন্ডা বদমাশদের জেলে ভরা হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

মহিলা বিশ্বকাপ জয়ের আবহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মিঠুন বলেন, “রাত আটটার পর মেয়েরা না বেরোলে চ্যাম্পিয়ন হবেন কীভাবে?” তাঁর বক্তব্যের মাধ্যমে তিনি নাম না করে মমতার আগের মন্তব্যকে কটাক্ষ করেন বলে মনে করা হচ্ছে।

মিঠুন আরও জানান, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের স্বাধীনতা নিশ্চিত করা হবে। পাশাপাশি, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সভায় ‘মিঠুন যোদ্ধা’ ও ‘ক্যুইক রেসপন্স টিম’ গঠনের কথাও ঘোষণা করেন, যারা দলীয় কর্মীদের পাশে থাকবেন এবং শাসকদলের ‘নির্যাতন’ মোকাবিলা করবেন।

তবে শাসকদলের তরফে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিলাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে এই বক্তব্য ভোটের আগে বিজেপির বার্তা হিসেবেই দেখা যেতে পারে।

About The Author