কলকাতা: সাত বছর পর ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সির উপস্থিতিতে তাঁরা হাতে তুলে নেন দলীয় পতাকা। ঘর ওয়াপসির পর শোভন জানান, দলকে শক্তিশালী করতে তিনি রাস্তায় নামবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের কালীঘাটে বৈঠকেরও কথা রয়েছে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই শোভন-বৈশাখীর সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের একাধিকবার আলোচনা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শোভনকে নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়। এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হলেন তিনি।
২০১৮ সালে দল ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর পর ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। তবে সেখানে দীর্ঘস্থায়ী হননি। ফের তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ে তাঁদের। ভোটের মুখে এই প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

