ICC Women’s ODI World Cup: প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল দেশের মেয়েরা

মুম্বই: প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে দেশের মেয়েরা গড়ল ইতিহাস! ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত।

DY পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে আনল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।

প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৮ রান। শুরুটা ঝোড়ো হলেও মাঝপথে কিছুটা গতি হারায় ইনিংস। শেফালি বর্মা ৮৭ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন, সঙ্গে স্মৃতি মন্ধানার ৪৫ রানের অবদান। মিডল অর্ডারে দীপ্তি শর্মা ও রিচা ঘোষ শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন। শেষ ১০ ওভারে ভারত তোলে ৬৯ রান, যা ম্যাচের গতি নির্ধারণে বড় ভূমিকা নেয়।

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও মাঝপথে উইকেট হারিয়ে চাপে পড়ে। পাওয়ারপ্লের পর রান রেট কমে যায়, এবং ৩০ ওভারের পর থেকে ম্যাচ ভারতের দিকে ঝুঁকে পড়ে। শেষদিকে নাদিন ডি ক্লার্ক কিছুটা লড়াই চালালেও ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শেষ উইকেট তুলে নেন দীপ্তি শর্মা, যিনি ডি ক্লার্ককে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা ক্রিকেটে এক নতুন অধ্যায় রচিত হল।

About The Author