বিশ্বকাপ ফাইনাল: দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৯ রানের লক্ষ্য রাখল ভারতের মেয়েরা

শুরুটা ঝোড়ো হলেও শেষদিকে কিছুটা গতি হারায় ভারতীয় ইনিংস। তবুও শেফালি বর্মা, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের ব্যাটে ভর করে ভারত পৌঁছে যায় ২৯৮ রানে।

মুম্বই: মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ভারত। মুম্বইয়ের গরম আবহাওয়ায় শুরুটা ঝোড়ো হলেও শেষদিকে কিছুটা গতি হারায় ভারতীয় ইনিংস। তবুও শেফালি বর্মা, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের ব্যাটে ভর করে ভারত পৌঁছে যায় ২৯৮ রানে।

শেফালি শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। মাত্র ৪৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। যদিও পরে পেশির টানে কিছুটা অস্বস্তিতে পড়েন এবং ৮৭ রানে আউট হন। তাঁর সঙ্গে ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধানা ৪৫ রান করে ফিরলেও দলকে ভালো শুরু এনে দেন। মিডল অর্ডারে জেমাইমা রডরিগেজ (২৪) এবং হরমনপ্রীত কৌর (২০) রান পেলেও ইনিংস বড় করতে পারেননি।

তবে শেষদিকে দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের জুটি ভারতকে তিনশোর কাছাকাছি পৌঁছে দেয়। দীপ্তি করেন অর্ধশতরান, আর রিচা ঝোড়ো ৩৪ রান করে আউট হন ইনিংসের শেষদিকে। দক্ষিণ আফ্রিকা ফিল্ডিংয়ে বেশ কিছু সুযোগ নষ্ট করে—তিনটি ক্যাচ ফেলেছে তারা, যদিও মাটিতে ভালো ফিল্ডিং করে অন্তত চারটি নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়েছে।

শেষ দুই ওভারে ভারত মাত্র ১২ রান তুলতে পারে, ফলে ৩০০-র গণ্ডি অতিক্রম করা হয়নি। এখন দেখার, ভারতীয় বোলাররা এই লক্ষ্য রক্ষা করতে কতটা সফল হন। দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে ফাইনালের উত্তেজনায় কিছুই অসম্ভব নয়।

About The Author