এই প্রথম! ইসরোর ‘বাহুবলী’ রকেটে ভারতের মাটি থেকে ৪৪১০ কেজির উপগ্রহ উৎক্ষেপণ

শ্রীহরিকোটা: ভারতের মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক অধ্যায় রচিত হল রবিবার বিকেলে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরো সফলভাবে উৎক্ষেপণ করল ৪৪১০ কেজি ওজনের CMS-03 কৃত্রিম উপগ্রহ।

এটি ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ, যা মহাকাশে পৌঁছল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এলভিএম৩-এম৫ রকেটের মাধ্যমে। ইসরোর বিজ্ঞানীরা এই রকেটকে আদর করে ‘বাহুবলী’ নাম দিয়েছেন, যার দৈর্ঘ্য প্রায় ৪৩.৫ মিটার।

CMS-03 উপগ্রহটি জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) প্রতিস্থাপন করা হয়েছে। এর আগে ভারতে নির্মিত ভারী উপগ্রহ পাঠানো হয়েছিল বিদেশি উৎক্ষেপণ কেন্দ্র থেকে, যেমন ২০১৮ সালে ফরাসি সংস্থা এরিয়ানস্পেসের মাধ্যমে পাঠানো হয়েছিল ৫৮৫৪ কেজির GSAT-11। কিন্তু CMS-03 উৎক্ষেপণের ক্ষেত্রে ভারতীয় প্রযুক্তির উপরেই সম্পূর্ণ নির্ভর করা হয়েছে।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, CMS-03 একটি বহুমাত্রিক যোগাযোগ উপগ্রহ, যা ভারতীয় ভূখণ্ড এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে পরিষেবা প্রদান করবে। যদিও আনুষ্ঠানিকভাবে সামরিক নজরদারির বিষয়ে কিছু বলা হয়নি, সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে যে এই উপগ্রহের অন্যতম উদ্দেশ্য নিরাপত্তা নজরদারি।

About The Author