বৃষ্টি বিঘ্নিত ফাইনাল! টসে হেরে প্রথমে ব্যাট করতে নামছে ভারত

মুম্বইয়ে বৃষ্টির কারণে বিঘ্নিত মহিলাদের এক দিনের বিশ্বকাপ ফাইনাল অবশেষে শুরু হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর মাঠ শুকিয়ে টস অনুষ্ঠিত হয় বিকেল ৪.৩২ মিনিটে। টসে হেরে যায় ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, ফলে ব্যাট করতে নামবে ভারত।

বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দুপুর থেকে একাধিকবার বৃষ্টি থেমেছে-শুরু হয়েছে। মাঠে জল জমে যাওয়ায় খেলা শুরু হতে দেরি হয়। তবে সুপার সপার দিয়ে মাঠ শুকিয়ে প্রস্তুত করা হয়। দুই দলই প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেনি।

এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। ২৫ বছর পর মহিলাদের ক্রিকেটে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে বিশ্ব। ২০০০ সালের পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া অন্য কোনও দল চ্যাম্পিয়ন হয়নি। এবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

About The Author