মালদা: ইটা ঘাটি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, গ্রামবাসীর সহযোগিতায় বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি যুবক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য।
মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইটা ঘাটি এলাকায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ। জানা গেছে, সীমান্তে কাঁটাতারের অভাব থাকা ওই অঞ্চল দিয়ে একাধিক বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশকারীদের ধাওয়া করে। বাকিরা পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে ধরে ফেলে তারা।
ধৃত যুবকের নাম আব্দুল মান্নান। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার টমপাড়া গ্রামে। তাকে মালদার হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধৃত যুবকের ছবি ও ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি কোনও সংবাদমাধ্যম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের অভাবের সুযোগ নিয়ে প্রায়শই এমন অনুপ্রবেশের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

