‘মতুয়াদের ৯৫% নাম বাদ যাবে!’—SIR ইস্যুতে আমরণ অনশনে মমতাবালা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্কের আবহে এবার সরব হলেন মতুয়া সমাজের প্রবীণ নেত্রী মমতাবালা ঠাকুর।

তাঁর অভিযোগ, SIR-এর মাধ্যমে মতুয়াদের অন্তত ৯৫ শতাংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এই আশঙ্কা থেকেই তিনি শনিবার দুপুরে ঠাকুরনগরে আমরণ অনশন শুরু করেছেন।

মমতাবালার বক্তব্য, “আমরা বহু বছর ধরে এই দেশে রয়েছি। ভোট দিয়েছি, নাগরিকত্বের প্রমাণ রয়েছে। তবু এখন বলা হচ্ছে, নাম কাটা যাবে! এটা মতুয়া সমাজের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র।”

তিনি দাবি করেন, SIR-এর মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, এবং এই প্রক্রিয়া বিশেষভাবে মতুয়াদের লক্ষ্য করে চালানো হচ্ছে। ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের একাংশ তাঁর পাশে দাঁড়িয়েছে। তাঁদের মতে, SIR নিয়ে প্রশাসনের ব্যাখ্যা অস্পষ্ট, এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

About The Author