এসআইআর (SIR) আতঙ্কে বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়লেন ১১ জন। বিএসএফের নজরদারিতে রাতেই আটক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য।
বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করেন ১১ জন বাংলাদেশি। বিএসএফের টহলদারি জওয়ানরা তাঁদের আটক করেন। ধৃতদের মধ্যে নারী, শিশু ও দু’জন নাবালকও রয়েছেন।
জানা গিয়েছে, কয়েক মাস আগে দালালের মাধ্যমে চোরাপথে ভারতে ঢুকেছিলেন তাঁরা। কেউ দিনমজুর, কেউ গৃহস্থালির কাজে যুক্ত ছিলেন। কিন্তু রাজ্যে ‘SIR’ ঘোষণার পর তাঁরা ভয় পেয়ে নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতের অন্ধকারে সীমান্তে জড়ো হয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
বিএসএফ সূত্রে জানা যায়, ধৃতদের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। বসিরহাট আদালতে তাঁদের তোলা হয়েছে। ধৃতদের দাবি, তাঁরা কোনও অপরাধমূলক কাজে যুক্ত ছিলেন না, শুধুমাত্র কাজ হারানোর ভয়ে পালাতে চেয়েছিলেন।

