কলকাতা: ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্যে। এই প্রেক্ষিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা, বিধায়ক এবং বুথ লেভেল এজেন্টদের (BLA) উদ্দেশে একগুচ্ছ নির্দেশ দেন। তাঁর বার্তা ছিল স্পষ্ট— “৯৯.৯৯ নয়, আমাদের লক্ষ্য ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম ফিলআপ।”
বিএলএ-২: ছায়াসঙ্গী হয়ে কাজ করুন
অভিষেক জানান, ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা (BLO)। তাঁদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো কাজ করবেন দলের বিএলএ-২ প্রতিনিধিরা। BLO-কে এক মুহূর্তের জন্যও ছেড়ে না যাওয়ার নির্দেশ দেন তিনি। কোনও অসুবিধা হলে যোগাযোগ করতে হবে বিইআরএস-এর সঙ্গে।
বিএলএ-১: নিচুতলার সমস্যা সরাসরি জানান
জেলাস্তরে বিএলএ-১ প্রতিনিধিদের প্রতিদিন জেলা নির্বাচন আধিকারিকের (DEO) সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়। নিচুতলার সমস্যা সরাসরি নেতৃত্বকে জানাতে বলা হয়।
২০০২ সালের খসড়া তালিকা খতিয়ে দেখার নির্দেশ
যাদের কাছে ২০০২ সালের খসড়া ভোটার তালিকা আছে, তাদের তা বের করে বর্তমান তালিকার সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেন অভিষেক। কোথাও গড়মিল থাকলে বিএলএ-১ বিধায়কদের জানাবেন, বিধায়করা তা দলের কাছে রিপোর্ট করবেন।
ফর্ম জমা ও ওয়ার রুম প্রস্তুতি
৩ নভেম্বরের মধ্যে ৮০ হাজার বিএলএ-২-এর ফর্ম বিএলএ-১-এর সই করে জমা দিতে হবে। দল ইতিমধ্যেই নাম পাঠিয়ে দিয়েছে। অভিষেক স্পষ্ট করে দেন— “ফর্ম রেডি থাকলেই পাঠিয়ে দেবেন না, একদম শেষ মুহূর্তে করবেন।”
২৯৪টি ওয়ার রুম তৈরি করা হবে, যেখানে থাকবে ইন্টারনেট সংযোগ ও ল্যাপটপ। বিধায়ক বা ব্লক সভাপতি তদারকি করবেন। ৪ নভেম্বর সকাল ৯টা থেকে এই ওয়ার রুম চালু হবে। সাংসদরা সংসদের অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত সপ্তাহে চারদিন দু’তিন ঘণ্টা করে উপস্থিত থাকবেন।

