উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের ঘনঘটা! অন্যদিকে সিকিমের পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমি তুষারপাত।
বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে, যার জেরে শুক্রবার সকাল নাগাদ পূর্ব ও উত্তর সিকিমের উচ্চভূমি অঞ্চল—বিশেষ করে ছাঙ্গু, নাথুলা ও লাচুং—সাদা বরফে ঢেকে যায়। রাতভর চলা তুষারপাতের ফলে রাস্তাঘাট ও পার্শ্ববর্তী পাহাড়ে জমেছে বরফের স্তর, যা যান চলাচলে প্রভাব ফেলেছে।
শেরাথাং থানার এসএইচও যোগেন্দ্র গুরুং জানিয়েছেন, ভোর থেকেই তুষারপাত শুরু হয়েছে ছাঙ্গু ও নাথুলা অঞ্চলে। আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, ফলে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়ায় পর্যটকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে, পাহাড়ি পথের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।
তুষারপাতের মনোরম দৃশ্য ধরা পড়েছে লাচুং ও ইয়মথাং উপত্যকাতেও। ইউমিসামডংয়ের বিস্তীর্ণ অঞ্চল সাদা চাদরে ঢাকা, যা পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। বরফে মোড়া পাহাড়ের টান সামলাতে না পেরে বহু পর্যটক ইতিমধ্যেই ছাঙ্গু, নাথুলা ও লাচুংমুখী হয়েছেন। তীব্র শীতের মাঝেই জমে উঠেছে সিকিমের শীতকালীন পর্যটনের আমেজ।

