Viral Video: ‘ছেলেদের থেকে মেয়েরা বেশি মদ খাচ্ছে’, রানাঘাটের পুলিশকর্তা ঠিক কি বললেন?

“শোভাযাত্রায় মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন, কোনও কথা শুনছেন না, তাণ্ডব করছেন। মহিলাদের বাগে আনা যাচ্ছে না”, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারের মন্তব্য ভাইরাল নেট মাধ্যমে।

দেখুন সেই ভিডিও—

ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম, তবে ওই পুলিশকর্তা লাল্টু হালদারও তা অস্বীকার করেননি। তাঁর দাবি, “আমি শান্তিপুরের অভিজ্ঞতা বলেছি। মদ খেয়ে অসভ্যতা করলে পুলিশ চুপ করে থাকবে কেন?”

তিনি আরও বলেন, “এখন মেয়েরাই ছেলেদের চেয়ে বেশি মদ খান। কালীপুজোয় রাস্তায় দাঁড়িয়ে মদ খেতে দেখেছি। এটা লজ্জার সীমা ছাড়িয়ে গিয়েছে।”

এই মন্তব্য ঘিরে নারী অধিকার কর্মীদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মতে, একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্তার মুখে এমন মন্তব্য “নারীবিদ্বেষী” ও “অরুচিকর”।

তবে ভিন্ন মতও রয়েছে। কেউ কেউ বলছেন, তিনি আইনশৃঙ্খলার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন, মহিলাদের মদ্যপানের অধিকার নিয়ে প্রশ্ন তোলেননি।

About The Author