মুম্বই: অসাধ্যসাধন! জেমাইমা-হরমনের ব্যাটে বিশ্বকাপ ফাইনালে ভারত! নবি মুম্বইয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ICC Women’s ODI World Cup 2025-এর সেমিফাইনালে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৩৮ রান তোলে। শতরান করেন ফিবি লিচফিল্ড, ৭৭ রান করেন এলিস পেরি। ভারতের পক্ষে শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও, জেমাইমা রদ্রিগেজ়ের ১২৭ রান ও অধিনায়ক হরমনপ্রীতের ৮৯ রানের ঝকঝকে ইনিংস ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়।
শেষ দিকে রিচা ঘোষের ২৬ রানের ঝড়ো ইনিংস ম্যাচের গতি আরও বাড়িয়ে দেয়। এই জয় ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত—এক দিনের ক্রিকেটে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, এ বার এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে মহিলা ক্রিকেট।

