মুম্বইয়ের পওয়াই এলাকায় RA Studios-এ অডিশনের নামে ডেকে নিয়ে ১৭ শিশুকে পণবন্দী করেন রোহিত আর্য নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে, যখন RA Studios-এ অডিশনের জন্য ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ডাকা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ঘোরতর হয়ে ওঠে—রোহিত আর্য নিজেই ভিডিও বার্তায় জানান, “আমি আত্মহত্যা করব না, বরং পরিকল্পনা করে কিছু শিশুদের পণবন্দী করেছি।”
তিনি দাবি করেন, তাঁর কিছু “নৈতিক ও ন্যায্য দাবি” রয়েছে, এবং slightest ভুল পদক্ষেপে তিনি আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
পুলিশের Powai থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। শুরু হয় দুই ঘণ্টার টানটান উত্তেজনার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান।
রোহিত একটি এয়ারগান ও কিছু রাসায়নিক পদার্থ দিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করেন। শেষপর্যন্ত পুলিশ বাথরুম দিয়ে জোরপূর্বক প্রবেশ করে ১৭ শিশুকে নিরাপদে উদ্ধার করে।
এই সময় রোহিত পুলিশের দিকে গুলি ছোড়েন, এবং পাল্টা গুলিতে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোহিতের দাবি ছিল, তিনি PLC Sanitation Monitor Project-এর জন্য রাজ্য সরকারের কাছ থেকে টাকা পাননি। তাঁর অভিযোগ, ২০১৩ সাল থেকে ‘Let’s Change’ ক্যাম্পেইন চালিয়ে আসছেন, কিন্তু ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনও অর্থ পাননি।
তিনি দাবি করেন, তৎকালীন শিক্ষামন্ত্রী Deepak Kesarkar তাঁকে ব্যক্তিগতভাবে ৭ ও ৮ লক্ষ টাকার দুটি চেক দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

