‘চুলকানি শুধু পিসি-ভাইপোর’! SIR বিতর্কে ফে TMC-কে খোঁচা শুভেন্দুর

নন্দীগ্রামে বৃহস্পতিবার ফের এসআইআর (সিটিজেনশিপ ইনভেস্টিগেশন রেজিস্টার) ইস্যুতে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রদীপ করের মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল যে রাজনীতি করছে, তা ‘ভিত্তিহীন’ বলেই দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এনআরসি আতঙ্কে প্রদীপের মৃত্যু হয়েছে—এই দাবি ‘মিথ্যে’।

শুভেন্দু বলেন, “বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হয়েছে, কোথাও কোনও সমস্যা নেই। যত সমস্যা পিসি-ভাইপোর।” এই মন্তব্যে তিনি পরোক্ষভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

এদিনের বক্তব্যে শুভেন্দু ফের বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশ প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, এসআইআর চালুর উদ্দেশ্যই হল ভুয়ো ভোটারদের চিহ্নিত করা, বিশেষত বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের। তিনি বলেন, “সকালে গামছা, দুপুরে প্যান্ট, বিকেলে লুঙ্গি পরে ভোট দেয়—এই ভুয়ো ভোটারদের চিহ্নিত করতেই এসআইআর।”

তৃণমূলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, এই ইস্যুতে ‘অতিরিক্ত লাফালাফি’ করছে দলটি, অথচ বাস্তব পরিস্থিতি সম্পর্কে তারা নীরব।

About The Author