শিলিগুড়ি:ঘূর্ণিঝড় ‘মান্থা’-র পরোক্ষ প্রভাবে উত্তরবঙ্গে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টিপাত, যার ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পাহাড়ি ও পার্বত্য জেলাগুলিতে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং জেলায় ধসপ্রবণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং NDRF ও বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় ৩০–৪৫ কিমি/ঘণ্টা গতির ঝোড়ো হাওয়া বইছে, যার ফলে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে তার আগে পাহাড়ি এলাকায় যাতায়াত ও পর্যটনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।