SIR: “তৃণমূলের কথা শুনলে জেলে যেতে হবে”—BLO-দের হুঁশিয়ারি শুভেন্দুর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মধ্যে রাজ্যের BLO-দের উদ্দেশে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আমতলায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “৫২ জন BLO বিহারের জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন। তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন।”

তিনি আরও বলেন, “বিহারের BLO-রা এখনও জামিন পাননি। আপনাদেরও জেলে কাটাতে হতে পারে।” শুভেন্দুর অভিযোগ, তৃণমূল দলীয় কর্মীদের BLO পদে বসাচ্ছে, যা আইনবিরুদ্ধ। তিনি উদাহরণ দিয়ে বলেন, “ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু সর্দারকে BLO করা হয়েছে।”

তিনি স্পষ্ট বার্তা দেন, “BLO-রা কোনও দল, কোনও দাদা-দিদির কথা শুনবেন না। নাহলে বিহারের BLO-দের মতো পরিণতি হবে। পুলিশ বাধ্য হবে আপনাকে গ্রেফতার করতে।”

এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, “BLA আপনাদের উপর কোনও চাপ দিতে পারবে না। আপনারা ECI-এর নিয়ম মেনে কাজ করবেন।”

About The Author